প্রচ্ছদ / খবর / মংলা বন্দরের জন্য আরও একটি ড্রেজার ক্রয়

মংলা বন্দরের জন্য আরও একটি ড্রেজার ক্রয়

Mongla-Port-Dreazerমংলা বন্দর চ্যানেলের নাব্যতা ধরে রাখতে খননের জন্য আরও একটি ড্রেজার ক্রয় করেছে বন্দর কর্তিপক্ষ।

শনিবার (৩০ এপ্রিল) সকালে মংলা বন্দর কর্তৃপক্ষের সংগৃহীত কাটার সাকসান ড্রেজারটির উদ্বোধন করেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

মংলা বন্দরের জন্য ভারতের টিমব্লো ড্রাইডক প্রাইভেট লিমিটেড ও বাংলাদেশের ওয়ের্স্টান মেরিন শিপিং লিমিটেড যৌথ ভাবে ‘সিডি ঈমাম শাফী’ নামের কাটার সাকসান ড্রেজারটি নির্মাণ করেছে। এটি নিমার্ণে ব্যয় হয়েছে প্রায় ৩০ কোটি ৪২ লাখ ৬৮ হাজার ৭৭৩ টাকা।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল রিয়াজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট-৩ আসনের সাংসদ তালুকদার আব্দুল খালেক, ভারতের টিমব্লো ড্রাইডকের ভাইস চেয়ারম্যান মি. কার্ন, স্থানীয় প্রশাসন, বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও বন্দর ব্যবহারকারীরা উপস্থিত ছিলেন।

এ নিয়ে মংলা বন্দরের জন্য দুইটি নিজস্ব ড্রেজার ক্রয় করা হলো।

বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল রিয়াজউদ্দিন আহমেদ জানান, বন্দর চ্যানেলের নাব্যতা রক্ষায় ড্রেজার দুটি দিয়ে সারা বছর ধরে প্রয়োজন মত খনন কাজ পরিচালনা করা হবে।

৩০ এপ্রিল :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ