বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে সানি শেখ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ মে) সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সময় মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের কুরুপের ধাইড় গ্রামে এ ঘটনা ঘটে।
সানি বাগেরহাটের রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের ঘের ব্যবসায়ী আলম শেখের ছেলে এবং রামপালের কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিলো। দু’দিন আগে সে ঐ গ্রামে মামাবাড়ি বেড়াতে গিয়েছিলো।
জিউধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশা জানান, শনিবার সন্ধ্যায় ঝড়বৃষ্টির সময় একটি মৎস্য ঘেরের গৈ-ঘরে বজ্রপাত হলে সানি মারা যায়। সে ওই সময় তার নানা শওকত ভান্ডারীর সাথে ঘেরে যাচ্ছিলো।
এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ যথাযথ প্রক্রিয়ায় ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More