স্টাফ করেসপন্ডেন্ট । বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের মংলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৮৮তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৫ জুন) সকালে মংলার দিগরাজে বিজিবি’র দক্ষিণ-পশ্চিম রিজিয়নের নিজস্ব ট্রেনিং সেন্টারে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন খুলনা সেক্টরের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, পিবিজিএম।
অনুষ্ঠানে বিজিবি যশোরের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, ২১ বিজিবি ব্যাটালিয়ন খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমাপনী কুচকাওয়াজে প্যারেড পরিচালনা করেন প্যারেড কমান্ডার মেজর মো. আব্দুল্লাহ আল মামুন।
কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান নবীন সৈনিকদের শপথ বাক্য পাঠ করান। প্যারেড শেষে বিশেষ কৃতিত্ব অর্জনকারী সৈনিকদের পুরস্কার দেওয়া হয়।
২১ বিজিবি খুলনা সেক্টরের ব্যবস্থাপনায় মংলার দিগরাজে বিজিবির নিজস্ব ট্রেনিং সেন্টারে চলতি বছরের ১০ জানুয়ারি থেকে ৮৮তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। এতে মোট ৮৮জন প্রশিক্ষণার্থী অংশ নেন। মৌলিক প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে সৈনিকরা পেশাগত জীবনে পদার্পণ করেন।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More