স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শনিবার (১১ জুন) সকালে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাঁতি গ্রামে এনায়েত চৌধুরী ও কাওসার চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত মগফর চৌধুরী (৬০) মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাঁতি গ্রামের কুটি মিয়া চৌধুরীর ছেলে।
আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পার্শ্ববর্তী গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায় নি।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, এলাকায় আধিপত্য নিয়ে সিংগাঁতি গ্রামে এনায়েত চৌধুরী ও কাওসার চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়।
শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে এনায়েত চৌধুরী ও কাওসার চৌধুরীর সমর্থকরা লাঠিসোটা, ঢাল সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘন্টা ধরে এদের মধ্যে সংঘর্ষ চলে। এনায়েত চৌধুরীর সমর্থকদের সড়কির আঘাতে প্রতিপক্ষ কাওসার চৌধুরীর বড় ভাই মগফর চৌধুরী ঘটনাস্থলেই নিহত হন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এসময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।
এজি/এসআই/বিআই/১১ জুন, ২০১৬
** মোল্লাহাটে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More