স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটে দেড় লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে মঙ্গলবার (১২ জুলাই) সকালে বাগেরহাট প্রেসক্লাবে সাংবাদিকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের এ তথ্য জানান বাগেরহাট সিভিল সার্জন ড. অরুন চন্দ্র মন্ডল।
তিনি জানান, আগামী শনিবার (১৬ জুলাই) বাগেরহাটের ৫ বছর ও তার কম বয়সী দেড় লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগে জেলার ৯টি উপজেলার ৭৫ ইউনিয়ন ও ৩টি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ১৫ হাজার ৯৭৬ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৩৪ হাজার ৮১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের তথ্য আদান-প্রদানে সবার সহযোগিতা চেয়ে আগামী শনিবার সব শিশুর অভিবাবকদের সন্তানদের নিয়ে যথাসময়ে টিকাদান কেন্দ্রে উপস্থিত হবার আহ্বান জানান সিভিল সার্জন ড. অরুন চন্দ্র মন্ডল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মোমিনুর রশিদ, ডেপুটি সিভিল সার্জন ড. নজরুল ইসলাম, ড. প্রদীপ কুমার বকসী, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন প্রমুখ।
এইচএল/এসআই/বিআই/১২ জুলাই ২০১৬
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More