স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে এক হাজার পিস ইয়াবাসহ দুই যুবকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এরা হলেন- উপজেলার ব্রাক্ষ্মনরাগদিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৬) এবং একই উপজেলার পশ্চিম বাহিরদিয়া গ্রামের নওয়াব আলী শেখের কারিমুন শেখ (৩২)।
ডিবি’র ওসি মো. ইউনুস আলী বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৪ সেপ্টেম্বর) বিকালে ফকিরহাট উপজেলার আট্টাকি এলাকায় শরিফুল ইসলামের ভাড়া বাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনই পেশাতার মাদক ব্যবসায়ী।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পশ্চিমবাহিরদিয়া গ্রামের কারিমুন শেখকে বাড়ি থেকে আরও ৫শ’ পিস ইয়াবা উদ্ধার হয়।
এঘটনায় গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে ফকিরহাট থানায় হস্তান্তর করা হবে বলে ওসি ইউনুস আলী জানিয়েছেন।
এইচ/এসআই/বিআই/০৪ সেপ্টেম্বর, ২০১৬
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More