প্রচ্ছদ / খবর / বাগেরহাট / কচুয়া / জেএমবি আস্তানায় অভিযানে অস্ত্র-বোমাসহ ৪ ‘জঙ্গি’ আটক

জেএমবি আস্তানায় অভিযানে অস্ত্র-বোমাসহ ৪ ‘জঙ্গি’ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

bagerhat-jmb-arest-pic-125-10-2016বাগেরহাটের কচুয়ায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মোজাহিদিন বাংলাদেশের (জেএমবি) গোপন আস্তানায় অভিযান চালিয়ে চার জঙ্গিকে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে একটি রিভলবার, দুই রাউন্ড গুলি, পাঁচটি হাতবোমা ও একটি ডেস্কটপ কম্পিউটার উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- বাগেরহাটের কচুয়া উপজেলার কাকড়াবিল এলাকার আকাশ (১৯), পিরোজপুর জেলার হাবিবুল্লাহ (১৯), কবিরুল ওরফে করিম (২৬) ও মিজানুর রহমান (২৮)।

সোমবার গভীর রাতে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিসাখালি গ্রামের সাফায়েত শেখের বাগানবাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ওই চার জেএমবি সদস্যকে আটক করে।

bagerhat-jmb-arest-pic-225-10-2016সেখানে নাশকতা পরিকল্পনার বৈঠকে চলাকালে পুলিশ হানা দিলে জেএমবি সদস্যদের ছোড়া হাতবোমায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানিয়েছেন।

এরা হলেন- পুলিশ সদস্য আজিজ, মতিন ও আজাদ। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, সোমবার দিনগত রাত সোয়া ২টার দিকে কচুয়ার খলিসাখালি গ্রামের জনৈক সাফায়েত শেখের বাগানবাড়িতে ১২/১৩ জনের জেএমবি’র সদস্য বৈঠক করছে, এমন গোপণ সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও কচুয়া থানা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়।

‘জেএমবি সদস্যরা পুলিশের উপস্থিতি টেরপেয়ে আমাদের লক্ষ্য করে বেশ কয়েকটি হামবোমা ছোড়ে। এসময় পুলিশও ৭-৮ রাউন্ড পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা ভেতরে গিয়ে তল্লাশি করে অস্ত্র ও হাতবোমাসহ চার জেএমবি সদস্যকে আটক করে।’

বাকিরা পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান চলছে।

আটক জেএমবি সদস্যরা কি ধরনের নাশকতার পরিকল্পনা করছিল তা জানতে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানান তিনি।

উদ্ধারকৃত হামবোমাগুলো পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হচ্ছে।

এজি/এসআই/বিআই/২৫ অক্টোবর, ২০১৬
** আটক জেএমবি জঙ্গিদের বিরুদ্ধে ৪ মামলা

About বাগেরহাট ইনফো নিউজ