২৭ মার্চ, বুধবার অনুষ্ঠিত হল বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের “বার্ষিক পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৩”।
বাগেরহাটের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ শুকুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাড. মীর শওকাত আলী বাদশা। বিশেষ অতিথি ছিলেন খন্দকার রফিকুল ইসলাম, পুলিশ সুপার, বাগেরহাট।
সকাল ১১:৩০ মিনিটে অতিথিদের আসার পর শুরু হয় আলোচনা অনুষ্ঠান। অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষার্থিবৃন্দ। বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষিকা দৌলতুননাহার লিখিত বক্তব্য পাঠ করেন। অন্যান্য শিক্ষকমন্ডলী ও অবিভাবকবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বারবার একটি দাবি উঠে আসে। তা হল নিয়মিত সময়ে অবিভাবকবৃন্দদের নিয়ে একটি বিশেষ দিনে শিক্ষার্থিদের পড়াশুনার ব্যাপারে মতবিনিময় করা।
এ পর্বের পরে শুরু হয় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা । এখানে শিক্ষার্থিদের নানান সাজে দেখা যায়। উল্লেখযোগ্য ছিল ১৯৭১ সালের নির্যাতিতা নারী, স্টাচু অফ লিবার্টি ইত্যাদি। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ। তারপরই মূল পুরষ্কার বিতরনী শুরু হয়।
তবে অনুষ্ঠান চলাকালীন সময়ে একবার বিদ্যুৎ চলে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হয় আয়োজকদের।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ইরফাত আরা। সকাল থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছিল যেন বিদ্যালয় ছাড়িয়ে।
বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ফারিহা তাসনিম রুপন্তির সাথে কথা বলে জানা গেল এ অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনায় ছিল বিদ্যালয়ের গার্লস গাইড টীম। তারা বেস কিছুদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল এ আয়োজনের জন্য। সব শেষ পুরষ্কার বিতরনীর মধ্য দিয়ে সাফল্যের সাথেই সমাপ্ত হয় ২০১৩ সালের বার্ষিক পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি ।
২৭ মার্চ ২০১৩ :: সুমন বিশ্বাস ও মাশরাফী মাহমুদ অর্ক, শিশু সংবাদিক,
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More