স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাট জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ ১৯ জন গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত থানা পুলিশের কয়েকটি দল জেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, জেলার ৭ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার এক নরীসহ ওই ১৯ জন পেশাদার মাদক বিক্রেতা। তাদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল, দুই কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বাগেরহাটের পুলিশ পঙ্কজ চন্দ্র রায় জানান, মাদক বিক্রির সঙ্গে জড়িতদের ধরতে রাতে এক যোগে জেলার সকল থানায় ওই বিশেষ অভিযান চালানো হয়। এসময় তারা নারীসহ ১৯জনকে গ্রেপ্তার করে।
এদের মধ্যে বাগেরহাট সদরে নারীসহ পাঁচজন, চিতলমারীতে চারজন, মোরেলগঞ্জে পাঁচজন, মংলায় দুইজন,কচুয়া, মোল্লাহাট এবং রামপাল উপজেলায় একজন করে মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে। এরা সবাই পেশাদার মাদক বিক্রেতা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এইচ/এসআই/বিআই/২৪ ফেব্রুয়ারি, ২০১৭
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More