স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের চিতলমারীতে ডাক্তার পদবী ব্যবহার করে প্রতারণার দায়ে এক পল্লী চিকিৎসককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ জুন) দুপুরে চিতলমারী বাজারে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার পদবী ব্যবহারকারী স্বপন কুমার বিশ্বাস নামে ওই ব্যক্তিকে আটক করে আদালত।
বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন, চিতলমারী বাজারে অভিযানকালে প্রতারণার দায়ে ওই পল্লী চিকিৎসককে ৫ হাজার জরিমানা করা হয়। এ সময়ে তিনি এর পর থেকে আর ডাক্তার পদবী ব্যবহার করবেন না এই মর্মে মুচলেকা দিয়েছেন।
এরআগে, ঈদে ঘর মুখি যাত্রীদের বাস যাত্রা নির্বিঘ্ন করতে বাগেরহাট কেন্দ্রী বাস টার্মিনালে অভিযান চালান তিনি। এ সময়ে বাসের অতিরিক্ত ভাড়া আদায় ও টার্মিনালে যাত্রী হয়রানি বন্ধে পরিবহন কাউন্টারগুলোকে সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত।
এইচ//এসআই/বিআই/১৮ জুন, ২০১৭
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More