২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পালিত দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ এর শেষ দিনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বাগেরহাটে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সকাল ৯ টায় বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় জেলা প্রশাসক জনাব মুঃ শুকুর আলী। প্রতিযোগিতায় অংশ নিয়েছে শহরের মাধ্যমিক বিদ্যালয়সমূহের সততা সংঘের ছাত্র-ছাত্রীবৃন্দ। “জনতার শক্তি, রুখবে দুর্নীতি” এ স্লোগান নিয়ে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রথমে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহন করে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। পরে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় ৫ টি দল। যার মধ্যে ছিল বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় এর ‘ক’ ও ‘খ’ দল, বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিতর্ক দল, দশানী আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং যদুনাথ স্কুল এন্ড কলেজের বিতর্ক দল। বিতর্কের বিষয় ছিল- একমাত্র যুবসমাজই পারে দূর্নীতি রোধ করতে।
বিকাল ৩ টায় পুরষ্কার বিতরন করেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোজাফ্ফর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শেখ মুজিবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আকরাম হোসেন। বিতর্কের ফাইনাল রাউন্ডে অংশ নেয় বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় ‘ক’ দল এবং বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল।
চ্যাম্পিয়ন হয় সাগর, রূপম ও সিয়ামের বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় ‘ক’ দল। পরে সঞ্চালক অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন।
শিক্ষার্থিদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলা এ অনুষ্ঠানের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।
০১ এপ্রিল ২০১৩:: সুমন বিশ্বাস, শিশু সংবাদিক,
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More