স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটে দোকান থেকে খাবার কিনে বাড়ি ফেরার পথে ট্রলি চাপায় ছয় বছর বয়সী এক শিশুর প্রাণ গেছে।
সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শহরের দড়াটানা সেতুর বাইপাস সড়কের মারিয়া পল্লীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল মিনা ওই এলাকার রিগান মিনার ছেলে। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় স্থানীয় মসজিদে শিশু শ্রেণির ছাত্র ছিল সে।
বাগেরহাট মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনোজিত কুমার নন্দী বলেন, সকালে বাসা থেকে বাবার সঙ্গে খাবার কিনতে দোকানে যায় শিশুটি। বাসার কাছের দড়াটানা সেতুর নিচের দোকান থেকে খাবার নিয়ে হেঁটে বাড়ি ফিরছিল ফয়সাল। পথে ইটবালু বোঝাই একটি ট্রলি পেছন থেকে শিশুটিকে চাপা দেয়।
‘স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।’
পুলিশ ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান এসআই মনোজিত।
এজি//এসআই/বিআই/৩১ জুলাই, ২০১৭
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More