স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
মাদক সেবনের অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বালিকা বিদ্যালয়ের তিন ছাত্রীকে বহিস্কার করেছে কর্তিপক্ষ।
বুধবার (২৩ আগস্ট) উপজেলার মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তিপক্ষ এ সিদ্ধান্ত নেয়। বহিস্কৃত তিন ছাত্রীই ৯ম শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম ৩ ছাত্রীকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৯ম শ্রেণির ওই তিন ছাত্রীর অভিভাবকদের উপস্থিতিতে এক সভায় আজ এ সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের সাধারণ টিসি দেওয়ায় ওই ছাত্রীরা অন্য বিদ্যালয়ে পড়া লেখার সুযোগ পাবে।
প্রধান শিক্ষক বলেন, সম্প্রতি কয়েকজন ছাত্রীর কথাবার্তা ও চালচলনে অসংগতি দেখা দিলে শিক্ষক, শিক্ষিকারা অনুসন্ধান শুরু করেন। এক সময় তারা জানতে পারেন, ওই ছাত্রীরা বিদ্যালয়ের বাথরুমে গিয়ে সিগারেটের সাথে গাঁজা সেবন করছে।
এছাড়া কোমল পানীয়র সাথে এক ধরনের তামাক ভিজিয়ে ওই ছাত্রীরা নেশা করত বলে অনুসন্ধানে জানা যায়।
এমএম//এসআই/বিআই/২৩ আগস্ট, ২০১৭
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More