নিউজ ডেস্ক | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের ফকিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় করণীয় বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) ফকিরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বুদ্ধকরণ এ সভার আয়োজন করে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশন। এতে উপজেলার ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, নারী শিক্ষক ও ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের চার শতাধিক ছাত্রী অংশগ্রহণ করেন।
ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল।
অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ পারভীন, সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াংকা পাল, ডেপুটি সিভিল সার্জন ডা. পুলক দেবনাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, মেডিকেল অফিসার মৌসুমী ইয়াসমিন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাত স্বপন দাশ, সদস্য সচিব শিরিনা আক্তার কিসলু প্রমুখ।
অনুষ্ঠান চলাকালে ছাত্রীরা তাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোলামেলা প্রশ্ন করেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব বিষয়ে কিশোরীদের করণীয় সম্পর্কে পরামর্শ দেন ও সচেতন করেন।
এইচ//এসআই/বিআই/১৩ নভেম্বর, ২০১৭
মুখ্য আলোচক তার বক্তব্যে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সুস্থ্য নারী শক্তির বিকাশের লক্ষ্যে এ ধরণের আয়োজনকে অত্যন্ত প্রাসঙ্গিক ও অনুকরণীয় মর্মে আখ্যায়িত করেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব স্বপন দাশ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন, সহকারী কমিশনার(ভূমি) প্রিয়াংকা পাল, ডেপুটি সিভিল সার্জন ডাঃ পুলক দেবনাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফেরদৌসী আক্তার, মেডিকেল অফিসার মৌসুমী ইয়াসমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেন, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ফকিরহাট উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক কামরুন্নাহার শিউলী।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More