স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
‘শিশুর মানসিক বিকাশে মায়েদের ভূমিকাই মূখ্য’ প্রতিপাদ্যে বাগেরহাট সদরের শিংড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মা সমাবেশ।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করে টিআইবি’র বাগেরহাট সচেতন নাগরিক কমিটি (সনাক)। এতে দেড়শতাধিক শিক্ষার্থীর মায়েরা অংশ নেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমরুল হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বাগেরহাট সনাকের সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রব, সহকারি উপজেলা শিক্ষা অফিসার প্রভাত হালদার, টিআইবি’র এরিয়া ম্যানেজার শেখ বশির আহমেদ, মা ফোরাম সমন্বয়কারী শিউলি বেগম প্রমুখ।
সমাবেশে বক্তারা বিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি ছেলেমেয়েদের বাড়িতে লেখাপড়ার পরিবেশ নিশ্চিতে অভিভাবকদের আরও যত্নবান হবার আহ্বান জানান। তারা বলেন, সন্তানদের সাথে ভাল ব্যবহার ও লেখাপড়ায় অনুপ্রেরণা দিতে হবে। তাদের লেখাপড়ার খোঁজ-খবর নেওয়া এবং যেকোন প্রয়োজনে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করারও পরামর্শ দেয়া হয়।
এইচ//এসআই/বিআই/২৪ জানুয়ারি, ২০১৮
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More