স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটে শুরু হয়েছে ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজারের মেলা।
শুক্রবার (৩ মার্চ) বিকাল থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী এই মেলা চলবে আগামী রোববার পর্যন্ত।
মাজারের এ মেলা ‘খানজাহানের মেলা’, ‘দরগাহ মেলা’ নামেও পরিচিত। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এই মেলা বসে, চলে তিনদিন ধরে।
সকাল থেকে দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে হাজার হাজার নারী-পুরুষ মাজার এলাকায় জড়ো হতে শুরু করেন। মেলায় বিশৃঙ্খলা এড়াতে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা।
প্রায় সাড়ে ছয়শ বছর ধরে হযরত খানজাহান (রহ.) মাজারে এই মেলা চলে আসছে।
ভক্তরা বলেন, প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এই মেলা বসে। খান জাহানের হাজার হাজার ভক্ত তাদের নানা মনো বাসনা নিয়ে হাজির হন। তারা বিশ্বাস করেন খান জাহান এখানে কাউকে খালি হাতে ফিরান না। তাদের সব আশা পূরণ করেন খান জাহান।
সব ধর্মের মানুষ এই সময়ে হযরত খান জাহান (রহ.) এর মাজারে মিলিত হন।
বাগেরহাট মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নজরুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী হযরত খান জাহান (রহ.) এর মাজেরের মেলায় আসছেন। তিন দিনব্যাপী মেলাকে ঘিরে তিন স্তরের নিরাপত্তামূলক ব্যাবস্থা নেওয়া হয়েছে।
বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, ‘এবার মেলায় সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া পুলিশের পাশাপাশি একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন।
রোববার (১ এপ্রিল) মেলার আনুষ্ঠানিকতা শেষ হলেও রীতি অনুযাই প্রায় ১/২ দিন ‘ভাঙ্গা’ মেলা চলবে বলে জানান মেলা সংশ্লিষ্টরা।
এজি//এসআই/বিআই/৩০ মার্চ, ২০১৮
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More