স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

শনিবার (১১ আগস্ট) দুপুরে বাগেরহাট সার্কিট হাউজে মিলনাতায়নে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপি, বাগেরহাট-৩ আসনের সাংসদ হাবিবুন নাহার, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক সুভাস চন্দ্র্র পান্ডে প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, বাগেরহাট দেশের অন্যতম সম্ভাবনাময় জেলা। জেলা ব্রান্ডিং প্রকাশনা বাগেরহাটকে বিশ্ববাসীর কাছে সহজে তুলে ধরবে।
পর্যটন শিল্পের বিকাশ, অবকাঠামোগত উন্নয়নে জেলা ব্রান্ডিং সহায়ক ভূমিকা পালন করবে। জেলা ব্রান্ডিংএর ফলে বাগেরহাট বিগত দিনের চেয়ে আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা করেন তারা।
এইচ//এসআই/বিআই/১১ আগস্ট ২০১৮
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More