স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

শোভাযাত্রা শেষে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ নিজ কার্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। ছবি: বাগেরহাট ইনফো ডটকম।
মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে শহরের খানজাহান আলী ডিগ্রী কলেজের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পরিচ্ছন্নতা অভিযান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও শোভাযাত্রায় স্কাউট, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, শিক্ষাবিদ মোজাফফর হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার প্রমুখ।
বক্তারা বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সবাইকে নিজের অফিস ও বাড়ি পরিচ্ছন্ন রাখতে হবে। দেশ ও সমাজকে ভালোবেসে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি ডেঙ্গুর সংক্রমণ লক্ষণ দেখলে অবহেলা না করে দ্রুত ডাক্তারের কাছে, হাসপাতালে নিতে বলেন বক্তারা।
এসএইচ//এসআই/বিআই/২৫ জুলাই, ২০১৯
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More