প্রচ্ছদ / খবর / বাগেরহাটে ১০ দিনব্যাপী বিজয় বইমেলা শুরু

বাগেরহাটে ১০ দিনব্যাপী বিজয় বইমেলা শুরু

শহর প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম

বিজয়ের মাসে বাগেরহাট শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিজয় উৎসব ও বইমেলা।

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের স্বাধীনতা উদ্যান প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

বাগেরহাটের জেলা প্রশাসন আয়োজিত এই বইমেলা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

মেলা বিভিন্ন প্রকাশনা ও পুস্তক বিক্রেতাদের ২৪টি স্টল ছাড়াও লাইব্রেরি ও প্রশাসনের স্টলে বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে। এছাড়া মেলা উপলক্ষে প্রতিদিন বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলার পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক (ডিডিএলজি) দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমৃদ্ধ দেশ বিনির্মাণে আলোকিত মানুষের বিপল্প নেই। বই মানুষেন মানুসত্ববোধ, বিবেককে জাগ্রত করে। তাই বইয়ের বিকল্প নেই।

আইএইচ/আইএইচ/বিআই/২২ ডিসেম্বর, ২০১৯

About বাগেরহাট ইনফো নিউজ