সর্বশেষ
প্রচ্ছদ / খবর / কর্মচারীদের বেঁধে কারখানার কোটি টাকার মালামাল লুট

কর্মচারীদের বেঁধে কারখানার কোটি টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদকবাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের ফকিরহাটে নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল সেখান থেকে কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার রাতে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় খুলনা-ঢাকা মহাসড়কের পাশের ‘এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজ’ নামের কারখানাটিতে ডাকাতির ওই ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ বলছে, ডাকাতরা দুটি ট্রাকে করে কারখানার গোডাউনে থাকা ১ কোটি ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের মালামাল ও জিনিসপত্র নিয়ে গেছে।

শ্রমিকরা জানান, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে নিরাপত্তা প্রহরীকে আটকে কারখানার ভেতরে প্রবেশ করে। ১৫-২০ জনের ওই ডাকাত দল সেখানে থাকা ৭ জন নিরাপত্তাকর্মী এবং ৪ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। সবাইকে বেঁধে তারা কারখানার গুদামে ঢুকে সেখানে থাকা ১৫টন এ্যালুমুনিয়াম বার, আড়াই টন তামার তার, এবং ১ টন বৈদ্যুতিক তার দুটি ট্রাক এনে তাতে লোট করে রাত ৪টার দিকে নিয়ে বেরিয়ে যায়।

এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজ শিল্প গ্রুপ হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি প্রতিষ্ঠান। কারখানাটিতে বিভিন্ন ধরণের স্যানিটারি ফিটিংস এবং পিতল ও স্টেইনলেস স্টিলের সামগ্রী উৎপাদন করা হতো।

হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান বলেন, দুই দিন ছুটি থাকায় শ্রমিকরা সন্ধ্যায় কারখান ত্যাগ করে।

নিরাপত্তাকর্মীদের ভয় দেখিয়ে ডাকাত দল রাত ৮টার দিকে কারখানার ভেতরে ঢুকে। তারা প্রায় ৮ঘন্টা অবস্থান করে। ডাকাত দল ট্রাকে করে ভোর ৪টার দিকে কারখানার কাচামালসহ জিনিসপত্র নিয়ে চলে যায়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে এ্যালুমুনিয়াম ও তামার তার নিয়ে গেছে। আমরা কারখানার কর্তৃপক্ষ, নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। প্রায় ১ কোটি টাকার মালামাল নিয়ে গেছে বলে তারা জানিয়েছেন।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

এসআই/আইএইচ/বিআই/০৬ জুলাই, ২০২৫

About বাগেরহাট ইনফো নিউজ