বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার
বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের (টাইন স্কুল) সামনে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারটি ১৯৯৬ সালে উদ্বোধন করা হয়।
এর আগে ১৯৫৩ সাল থেকে শহরের খানজাহান আলী সড়কে তৎকালীন কেন্দ্রীয় সমবায় ব্যাংক সংলগ্ন মাঠে কাঠের তৈরি অস্থায়ী শহীদ মিনারে শহীদ দিবস পালিত হতো। জেলা সর্বস্তরের জনগণের আর্থিক সহায়তায় বাগেরহাট কেন্দ্রীয় শহীধ মিনারটি নির্মাণ করা হয়।
১৯৫৬ সালে আচার্য্য প্রফুল্ল চন্দ্র মহাবিদ্যালয়ে (পিসি কলেজ) শহীদস্তম্ভ গড়ে তোলা হয়। ১৯৬৬ সালে কলেজের প্রবেশমুখে বর্তমান শহীদ মিনারের জায়গায় ছোট আকারের একটি শহীদ মিনার বানানো হয়েছিলো। মিনারটি ’৭১ সালে ভেঙে গুঁড়িয়ে দেয় স্বাধীনতা বিরোধীরা।
দেশ স্বাধীন হলে একই স্থানে শহীদ মিনারটি আবার গড়ে তোলা হয়।
– আলীপ কুমার ঘটক
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More