বাগেরহাট শহরের দশানী এলাকায় এক শিক্ষিকার ভাড়াটিয়ার বাড়িতে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বৃহষ্পতিবার বেলা ১১ টার দিকে শহরের দশানী যদুনাথ স্কুলের পাশের একটি বাসায় এঘটনা ঘটে।
দিনে-দুপুরে এমন চুরির ঘটনায় আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্থ ওই পরিবারের সাথে কথা বলে জানা গেছে, স্বাস্থ্য কর্মী স্বপ্না বেগমের বাড়িতে তৃতীয় তলায় ভাড়া নিয়ে তারা বসবাস করে আসছে।
প্রতিদিনের ন্যায় বৃহষ্পতিবার সকালে স্কুল শিক্ষিকা শর্মা দাস তার কর্মস্থল চিতলমারীর ফয়জুল হক প্রাথমিক বিদ্যালয় এবং তার স্বামী প্রনয় কুমার বাড়ৈই খুলনার দাকোপ এলাকায় কর্মস্থলে যান। বেলা সাড়ে ১১ টার দিকে পাশের বাসার লোকজন তাদের ঘরের তালা ভাঙ্গা দেখে তাদেরকে খবর দেয়।
পরে তারা এসে, ঘরে ঢুকে দেখেন আলমিরা ভেঙ্গে ১৩ ভরি স্বর্নালংকার, ৫০ হাজার টাকার প্রাইজ বন্ড ও নগদ ৩০ হাজার টাকা চোরেরা নিয়ে গেছে। এতে স্বর্ণালঙ্কারসহ প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে বলে পরিবারটির দাবি।
এব্যাপারে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আজম জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More