বাগেরহাটের সুগন্ধি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক নসিমন যাত্রী নিহত এবং আরো ২ জন আহত হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার গিলাতলা-চুলকাঠি সড়কে সুগন্ধি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসরাফিল শেখ (১৯) বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের মীরেরডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে।
এঘটনায় আহত দু’জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম জানা যায় নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে জেলার রামপাল উপজেলার গিলাতলা বাজার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা একটি যাত্রীবাহী নছিমনকে ধাক্কা দেয়। এসময় নছিমন যাত্রী ইসরাফিল ছিটকে রাস্তার ওপর পড়লে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই তার (ইসরাফিল) মৃত্যু হয়। এসময় আহতহন নছিমনে থাকা আরো ২ যাত্রী।
বাগেরহাটে সদর থানার চুলকাঠি পুলিশ ফাড়ির (ইনচার্জ) উপ-পরিদর্শক মো. আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে হাসপাতালে প্রেরণ করেছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More