বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে স্কুল ছাত্রসহ দু’জন নিহত এবং মহিলা ও শিশুসহ আরো দু’জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধা সোয়া ৬টার দিকে উপজেলার বরইবুনিয়া ইউনিয়নের রাজৌর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বলই বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র এবং হোগলাবুনিয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের তরিকুল ইসলাম শেখের ছেলে ইয়াসিন শেখ (১৩) এবং বলইবুলিয়া ইউনিয়নের রাজৌর গ্রামের সাহেব আলী খানর ছেলে মুদি দোকানী ডালিম খান (৩৮)।
স্থানীয়রা বাগেরহাট ইনফোকে জানান, বৃহস্পতিবার সন্ধায় বৃষ্টির সময় রাজৌর গ্রামের ডালিম খানের মুদি দোকানে কিছু কিনতে যায় ইয়াসিন। এসময় বজ্রপাতে তারা দু’জন নিহত হন।
এঘটনায় ডালিম খানের স্ত্রী ও চার বছরের শিশু সন্তানও গুরুত্বর আহত হন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হসপাতালে প্রেরণ করা হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আব্দুল হালিম বাগেরহাট ইনফো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More