বাগেরহাটের মোরেলগঞ্জে ছেলের ছুরিকাঘাতে আব্দুল সালাম মীর (৫৫) নামে এক হতভাগ্য পিতা খুন হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বাড়ইখালি ইউনিয়নের দক্ষিন সুতালড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল সালাম মীর ওই এলাকার মজিদ মীরের ছেলে।
স্থানীয়রা বাগেরহাট ইনফোকে জানায়, সালাম মীর তার বেকার ছেলে রবিউল মীরকে (২৫) এলাকায় ভাড়ায় চালানোর জন্য একটি মোটরসাইকেল কিনে দেন। ছেলে রবিউল মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে যে টাকা উপার্জন করছিল তা থেকে প্রতিদিন বাবাকে দেড়শ করে দিচ্ছিল। হঠাৎ করে সে গত এক সপ্তাহ ওই টাকা দেয়া বন্ধ করে দিলে বাবা ছেলের কাছ থেকে মোটরসাইকেলটি জব্দ করেন।
এই নিয়ে বৃহষ্পতিবার সকাল পৌনে আটটার দিকে বাড়িতে বসে বাবা ও ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে ক্ষুব্দ হয়ে ঘরে থাকা ছুরি এনে বুকের বাম দিকে আঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম খান বাগেরহাট ইনফো ডটকমকে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। তবে ঘাতক ছেলেকে এখনও আটক করা যায়নি।
এঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More