জেলা প্রশাসন ও সনাকের যৌথ উদ্যোগে বাগেরহাটে শুরু হয়েছে দু’দিন ব্যাপি তথ্য মেলা।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে শহরের স্বাধীনতা উদ্যানে মেলার উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মুঃ শুকুর আলী।
পরে স্বাধীনতা উদ্যানে ‘তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাটে সনাকের সভাপতি এ্যাড. রাম কৃষ্ণ বসুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাগেরহাটের পুলশ সুপার মো: নিজামুল হক মোল্যা, সনাক সদস্য প্রফেসর চৌধুরী আব্দুর রব, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফ্র হোসেন, টিআইবি‘র প্রোগ্রাম ম্যানেজার মো: হাসান আলী, ইয়েস সদস্য মো: সুরুজ খান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্য অধিকার মানুষের অনেক গুলো অধিকারের মধ্যে অন্যতম। তথ্য জানা থাকলে মানুষকে দুর্ভোগ পোহাতে হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় তথ্য না জানার কারণে অনেক ক্ষেত্রে দুর্ভোগ ও দুর্নীতির শিকার হতে হয়।
এ ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে তথ্য অধিকার আইনের ধারা গুলো সম্পর্কে প্রচার করতে হবে। সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান, সুশীল সমাজ, গণমাধ্যম এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুঃ শুকুর আলী বলেন, তথ্য প্রযুক্তির কল্যাণে মানুষ আগের তুলনায় অনেক সচেতন হয়েছে। সরকার এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বর্তমানে বাগেরহাটের জেলা ওয়েব সাইটে জেলার সকল তথ্য দেয়া আছে। সেখান থেকে মানুষ সহজেই প্রয়োনীয় তথ্য পেতে পারে। এ ছাড়া জেলা প্রশাসকের সাথে সাধারণ মানুষও সহজে যোগাযোগ করতে পারছে।
তথ্যমেলায় সরকারি বে-সরকারি বিভিন্ন সেবা প্রদানকারী ২০টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করছে। মঙ্গলবার বিকালে দুদিন ব্যাপি এ মেলা শেষ হবে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More