বাগেরহাট প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে এ্যাড. শাহ্ আলম টুকু (বাসস ও বাংলাদেশ অবজারভার) সভাপতি ও অধ্যাপক মাহফিজুর রহমান মাফুজ (চ্যানেল আই) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় নির্বাচন শেষে ভোট গণনার পর নির্বাচন কমিশনার শওকাত আলী বাবু এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে অপর বিজয়ীদের মধ্যে রয়েছেন, সহ-সাধারণ সম্পাদক নিয়ামুল হাদী রানা (বৈশাখী টিভি), নির্বাহী কমিটির সদস্য মো. আলী আকবর টুটুল (সময় টেলিভিশন ও সকালের খবর), শওকত আলী আকুঞ্জী (এটিএন বাংলা), মো. আজাদুল হক (দৈনিক সংবাদ ও দৈনিক প্রবাহ), মো. দেলোয়ার হোসেন (দৈনিক সমকাল ও দৈনিক পূর্বাঞ্চল), ও শেখ আজমল হোসেন ( রাজপথের দাবী)।
এছাড়া বিনা প্রতিদ্বন্দিতায় সহ-সভাপতি পদে মো. মোয়াজ্জেম হোসেন মজনু (দৈনিক দিনের আলো) ও অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক (বাংলাভিশন ও দৈনিক ইনকিলাব) নির্বাচিত হয়েছেন।
প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুসারে ক্লাবের বর্তমান সভাপতি বাবুল সরদার ওই কমিটির সদস্য হবেন।
এর আগে দুপুরে ক্লাবের অডিটরিয়মে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, ক্লাবের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সাহা, অধ্যাপক এবিএম মোশারফ্ফ হোসাইন, এ্যাডভোকেট মো. মোজাফ্ফর হোসেন, আহাদ হায়দার, আহসানুল করিম, দেলোয়ার হোসেন প্রমুখ।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More