নাশকতা পরিকল্পনার অভিযোগে বাগেরহাটে বিএনপি ও জামায়াতে ৫ নেতা-কর্মীসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার গভীর রাতে জেলার কচুয়া ও চিতলমারী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাখাওয়াত ফকির (৪৮) ও একই ওয়ার্ডের জামায়াত ইসলামীর কর্মী জিয়া ফকির (৩৮) এবং চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের আড়ুয়াবর্ণি চরপাড়া গ্রামের উপজেলা ছাত্রদল নেতা মো. রেফাত খান (২২) ও চিতলমারী বাজারের সাব্বির আহমেদ রুপম (২৫) এবং উপজেলা যুবদল নেতা জয়নুল পারভেজ সুমন (২৭)।
সম্প্রতি সময়ের পেক্ষাপটে বাগেরহাটের নয় উপজেলায় অভিযান চালিয়ে রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত বিএনপি-জামায়াতের ৫ নেতা-কর্মীসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার হয়েছেন।
বাগেরহাট জেলা পুলিশ অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, ৫ জানুয়ারি জেলায় সব ধরনের নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধ করতে পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। জেলার নয়টি থানায় পুলিশের একাধিক দল মোড়ে মোড়ে টহল দিচ্ছে।
পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে চিতলমারী ও কচুয়া থানায় জামায়াত-বিএনপির কতিপয় নেতা-কর্মী সংগঠিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিল। এমন অভিযোগ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাদের স্ব স্ব থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More