বাগেরহাটের শরণখোলায় উপজেলা যুবলীগের সহসভাপতি মো. রফিকুল ইসলাম ওরফে রফিক গাজীকে (৪০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শনিবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার খোন্তাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
মাথায় গুরুতর জখম থাকায় তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের মৃত মোসলেম উদ্দিন গাজীর ছেলে রফিক গাজী ওই রাতে তার নিজ বসত ঘরের বারান্দার খাটে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে ৩-৪ জন দুর্বৃত্ত কৌশলে দরজার খিড়কি খুলে ঘরে ঢুকে ধারালো দা দিয়ে তাকে কোপ দেয়। এ সময় তার চিৎকারে ঘরের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা দা ও একটি গামছা ফেলে পালিয়ে যায়।
রফিক গাজীর পরিবারের থেকে দাবি করা হয়েছে, হত্যার উদ্দেশেই তার ওপর আক্রমন চালানো হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে। মামলা দায়ের হলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More