বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন সময় কোস্টগার্ডের অভিযানে আটক ১ লাখ ৮০ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কালীকাবাড়ি কোস্টগার্ড কার্যালয়ের সামনে পানগুছি ও বলেশ্বর নদী থেকে উদ্ধার হওয়া ওই বিপুল পরিমাণের নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
কোস্টগার্ডের মোরেলগঞ্জ কন্টিনজেন্ট অফিসার আলী আকবর বাগেরহাট ইনফো ডটকমকে জানান, চলতি মাসের বিভিন্ন সময়ে উপজেলার পানগুছি ও বলেশ্বর নদীতে কোস্টগার্ড অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ২০ হাজার মিটার সিম ফ্লাই নেট জাল ও ১০ হাজার মিটার বেহেন্দি জাল উদ্ধার করে।
উদ্ধার হওয়া ওই অবৈধ জাল দুপুরে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হালিম ও উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াকিন আলীর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি জানান, প্রতি মিটার কারেন্ট ও সিম ফ্লাই নেট জালের মূল্য ৩৫ টাকা এবং বেহেন্দি জাল ৩৫০ টাকা করে। সে হিসাবে মঙ্গলবার ধ্বংসকরা অবৈধ ওই তিন প্রকারের জালের আনুমানিক বাজার মূল্য প্রায় (৫৯,৫০,০০০ + ৭০০০) ৫৯ লাখ ৫৭ হাজার টাকা।
তবে, বিভিন্ন সময়ের অভিযানে ওই বিপুল পরিমানের নিষিদ্ধ জাল আটক করা হলেও কোন জেলে বা কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More