প্রচ্ছদ / খবর / মহাসড়ক সংস্কারে আস্ত ইট !

মহাসড়ক সংস্কারে আস্ত ইট !

Bagerhat-Morrelgong-Shoronkhola-road-Pic-(02-04-2015)গ্রামের ইট বিছান রাস্তা তৈরিতে আস্ত ইটের ব্যবহার করা হয়, তা হয়তো সবার জানা। কিন্তু এবারে অঞ্চলিক মহাসড়ক সংস্কারে ব্যবহার করা হচ্ছে আস্ত ইট!

সাম্প্রতি বাগেরহাটের মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়ক সংস্কারে দেখা গেছে এই চিত্র।

সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা মধ্যকার সড়কটি চলাচলের অনুপযোগী দীর্ঘদিন ধরে। কোনমতে ব্যবহার উপযোগী করতে চলছে সংস্কার কাজও।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২০ বছর আগে মোরেলগঞ্জে একটি জনসভায় এই সড়কটিকে আঞ্চলিক মহসড়কে উন্নীত করার ঘোষনা দেন। কিন্তু এই দীর্ঘ সময়েও শেষ হয়নি মহাসড়কের কাজ।

২০১২ সাল থেকে কাজ শুরু হলেও, চলছে ঝিমিয়ে ঝিময়ে। বর্তমানে এ মহাসড়কটির অবস্থা এতই বেহাল, সংস্কার কাজের প্রয়োজনীয় মালামাল নিয়ে ট্রাক বা অন্যকোন গাড়ী গন্তব্যে পৌছাতে পারছে না।

ধূলো ও খানাখন্দে যেখানে সেখানে আটকে যাচ্ছে সবধরণের যানবাহন। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

তাই বড় ধরনের ঝুকি এড়াতে খানাখন্দ ভরাটে আধলা ইটের সাথে রাস্তায় ফেলা হচ্ছে আস্তা ইটও। যা পথচারীদের জন্য বাড়িয়ে দিচ্ছে দুর্ঘটনার ঝুকি।

০৮ এপ্রিল ২০১৫ :: রাজীব আহ্সান রাজু, উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হকএনআরএডিটর/বিআই

About রাজীব আহ্সান রাজু