প্রচ্ছদ / খবর / নড়াইলের অপহৃত শিশু মংলায় উদ্ধার

নড়াইলের অপহৃত শিশু মংলায় উদ্ধার

নড়াইল থেকে অপহৃত ফারজানা আক্তার মুন্নি (১০) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এসময় আটক করা হয়েছে এক অপহরণকারীকে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে উপজেলার পাওয়ার হাউস এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মুন্নি নড়াইলের কালিয়া উপজেলার খড়লিয়া এলাকার তরিকুল ইসলামের মেয়ে। সে স্থানীয় কালিয়া প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণির ছাত্রী।

এসময় আটক আলমগীর হোসেন (৩২) খুলনার রুপসা উপজেলার জাবুসা গ্রামের মৃত দ্বীন মোহাম্মদ শেখের ছেলে।

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন বাগেরহাট ইনফো ডটকমকে জানান, রোববার আলমগীর তার বন্ধু তরিকুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। পরদিন আলমগীর বন্ধুর মেয়ে মুন্নিকে পাচারের উদ্দেশে স্কুল থেকে অপহরণ করে নিয়ে যান।

অপহরণের পর মুন্নিকে নিয়ে আলমগীর সোমবার মংলার পাওয়ার হাউস এলাকার তার বড় ভাই ইব্রাহিম হোসেনের বাড়িতে আত্মগোপনে থাকেন। সেখানে বসে মুন্নিকে পাচারের ষড়যন্ত্র করতে থাকে আলমগীর ও তার ভাবী শেফালী বেগম।

এ খবর পেয়ে মুন্নির বাবা তরিকুল পুলিশের সহায়তায় মঙ্গলবার দুপুরে ওই বাড়ি থেকে মেয়েকে উদ্ধার করে। এ সময় আটক করা হয় অপহরণকারী আলমগীরকে।

অপহৃত মুন্নি ও অপহরণকারী আলমগীর বাগেরহাটের মংলা থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় নড়াইলের কালিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

০৭ এপ্রিল ২০১৫ :: ফয়সাল আহমেদ, উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হকএনআরএ/বিআই

About ইনফো ডেস্ক