বাগেরহাটের মোরেলগঞ্জে নদী থেকে শামীম পেশকার (২৫) নামে এক ভাড়ার মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহষ্পতিবার সন্ধ্যায় উপজেলার পানগুছি নদীর গাবতলা এলাকা থেকে ভাসমান অবস্থায় পুলিশ শামীমের লাশ উদ্ধার করেছে।
যাত্রীবেশি কোন দুর্বৃত্ত চক্র তার মোটরসাইকেলে উঠে অজ্ঞাত স্থানে নিয়ে গলায় রশি পেঁচিয়ে তাকে হত্যা করে। পরে লাশ নদীতে ভাসিয়ে দিয়ে তার ব্যবহ্নত প্লাটিনা মোটরসাইকেলটি নিয়ে গেছে বলে ধারনা করছে পুলিশ।
শামীম পেশকার শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজৈর গ্রামের মোতালেব পেশকারের ছেলে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম বাগেরহাট ইনফো ডটকমকে জানান, বিকালে স্থানীয় লোকজন নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় লাইলনের রশি পেচানো অবস্থায় লাশটি উদ্ধার করে।
তার পরণে সবুজ রঙের গেঞ্জি ও জিন্সের প্যান্ট রয়েছে। পরে উদ্ধার হওয়া লাশটি শামীমের বলে তার পরিবার সনাক্ত করেছে।
পরিবারের বরাত দিয়ে ওসি আরো জানান, গত মঙ্গলবার বিকেল থেকে শামীম নামে ওই যুবক নিখোঁজ ছিল।
ময়না তদন্তের জন্য তার লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More