‘শতকোটি পর্যটক, শতকোটি সম্ভাবনা’ এ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনে বাগেরহাটে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস-২০১৫।
দিবসটি উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে মোটর শোভাযাত্রাসহ একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি বাগেরহাট শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা- বাগেরহাটে মহাসড়ক হয়ে দশানী, হযরত খানজাহানের (র.) মাজার ঘুরে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা মোটর শোভাযাত্রা সহকারে র্যালিতে অংশ নেন।
র্যালি শেষে ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, বাগেরহাটের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার নিজামূল হক মোল্লা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাফিকুল ইসলাম, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মামুন-উল-হাসান, অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজমুল হক, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ব ঐতিহ্যের শহর মসজিদের নগরী বাগেরহাট। এ জেলায় রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন, হযরত খানজাহানের (র.) মাজার, ষাটগম্বুজ মসজিদ, দীঘি, সাড়ে ছয়শ’ বছরের পুরাতন রাস্তা, বসতভিটাসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা।
এসব দেখতে প্রতিদিন দেশি-বিদেশি পর্যটকরা বাগেরহাটে আসে। এসব দর্শনীয় স্থান দেশ ও বিদেশে সঠিকভাবে তুলে ধরা গেলে আগামী দিনে পর্যটন ব্যবসা দিয়ে এ জেলার চিত্র পাল্টে যাবে।
বাগেরহাটে জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য র্যালি ছাড়াও আট দলীয় ফুটবল টুর্নামেন্ট, নৌকা বাইচসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More