পবিত্র কোরআন শরিফের আয়াত নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- মোরেলগঞ্জ পৌর শহরের সেরেস্তাদার বাড়ির স্বপন কুমার পোদ্দারের ছেলে চপল কুমার পোদ্দার (২৭) ও কলেজ রোডের আদর্শ পাড়ার মান্নান সিকদারের ছেলে মাঞ্জুরুল সিকদার ওরফে পলাশ (৩১)।
মোরেলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম জানান, রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তারের পর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে রাতেই ওই দুই যুবকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ (১), (২)/৬৬ ধারায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও দুই তিন জনের আসামি করা হয়েছে।
এ ঘটনায় মোরেলগঞ্জ বাজারের রংধনু ষ্টুডিও থেকে প্রিন্ট কাজে ব্যবহৃত একটি কম্পিউটারও জব্দ করেছে পুলিশ।
বাগেরহাট ইনফো ডটকমকে ওসি বলেন, “ওই দুই যুবক পবিত্র কোরআনের আয়াত সম্পর্কে ফেইসবুকে আপত্তিকর মন্তব্য করে। পরে তা প্রিন্ট করে স্থানীয়দের মধ্যে বিতরণ করে। এই সংবাদে তাদেরকে গ্রেপ্তার করা হয়।”
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More