বাগেরহাটের শরণখোলায় গৃহবধূকে হত্যার দায়ে রুহুল হাওলাদার (৪১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত রুহুল হাওলাদার উপজেলা উত্তর তাফালবাড়ী গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৮ মে দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী রুস্তুম আলী হাওলাদারের স্ত্রী ফরিদা বেগমকে (৫৫) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন রুহুল। এ ঘটনায় নিহতের বোন আলেয়া বেগম বাদী হয়ে ওই দিন রাতে শরণখোলা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে স্থানীয়রা ঘাতক রুহুলকে আটক করে পুলিশে দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা শরণখোলা থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) রেফাতুল ইসলাম ওই বছরের ৮ আগস্ট রুহুল হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র (চার্জশিট) দাখিল করেন। এর ভিত্তিতে দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার আদালত এ রায় দেন।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More