প্রচ্ছদ / খবর / চিতলমারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

চিতলমারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

Bagerhat-Map-2নাশকতা পরিকল্পনার অভিযোগে বাগেরহাটের চিতলমারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে চিতলমারী উপজেলার সদরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া রুনা গাজী বাগেরহাট জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ও চিতলমারী উপজেলা মহিলা দলের সভানেত্রী।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে চিতলমারী উপজেলার ভাইস চেয়ারম্যান রুনা গাজীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক নাশকতার অভিযোগ রয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ শুক্রবার (১৩ নভেম্বর) তাকে আদালতে পাঠায়। আদালত দুপুরে তাকে কারাগারে পাঠিয়েছেন।

এছাড়া রাতভর অভিযান চালিয়ে জেলার নয় উপজেলা থেকে আরও ২৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

১৩ নভেম্বর :: উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ