বাগেরহাটে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ আবজাল হোসেন নামে এক ব্যাক্তিকে তার লাইসেন্সকৃত অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।
আহতদের মধ্যে শারমিন বেগম (২৮), সোহেল শেখ (২৫), আজগর শেখ (২৬), রফিক মোল্লা (৪৮), আজমল শেখ (২৬), জাহাঙ্গীর শেখ (২২), মাহাতাব শেখ (২১) ও মোস্তফা শেখ (২৪) এর নাম জানা গেছে। তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, কালিয়া বাজারে একটি ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ফারুক হোসেন ও নুরু মোল্লার কথা কাটাকাটি হয়। পরে তাদের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়।
এ সময় গুলির শব্দ শোনা গেছে -স্থানীয়দের দেওয়া এমন সংবাদে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং জড়িত সন্দেহে লাইসেন্স করা অস্ত্রসহ আবজাল হোসেনকে আটক করে।
এদিকে, পুনরায় সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More