১৪ ডিসেম্বার মোরেলগঞ্জ মুক্ত দিবস। একাত্তরের এই দিনে হানাদার মুক্ত হয় বাগেরহাট জেলার সর্ববৃহৎ এই উপজেলা।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বার পাক সেনাদের তাড়িয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় মোরেলগঞ্জে।
তৎকালীন এ অঞ্চলে মুজিববাহিনীর কমান্ডার ডাঃ মোসলেম উদ্দিন জানান, ১৩ ডিসেম্বর মধ্যরাতে মুক্তিযোদ্ধারা মোরেলগঞ্জের তিনটি রাজাকার ক্যাম্পে আক্রমন করে। মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিকামী জনতা ফুসে উঠলে রাজাকার ও পাক বাহিনীর সদস্যরা জীবণ বাঁচাতে নৌকা যোগে পানগুছি নদী দিয়ে পালিয়ে যায়। হানাদার মুক্ত হয় মোরেলগঞ্জ।
১৪ ডিসেম্বর বেলা ১১টায় মুক্তিকামী জনতাকে সঙ্গে নিয়ে মুজিববাহিনীর সদস্যরা মোরেলগঞ্জ উপজেলা সদরের কবিরাজের বিল্ডিংসহ দখলকৃত রাজার ক্যাম্প গুলোতে স্বাধীন বাংলার পতাকা করেন।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More