বাগেরহাটের মোরেলগঞ্জ ও পিরোজপুর সীমান্তের বলেশ্বর নদীতে অজ্ঞাত এক ব্যাক্তির মৃতদেহ ভাসছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের শ্রীপুর গ্রাম সংলগ্ন নদীতে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মরর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, ভাষমান মৃতদেহটি মধ্য বয়সী (৪০/৪৫বছর) কোন পুরুষ লোকের বলে মনে হচ্ছে। তার পরনে একটি জিন্সের কোটও একটি সবুজ রংয়ের সোয়েটার দেখা গেছে।
খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ শ্রীপুর গ্রামে (ঘটনাস্থলে) পৌঁছেছে। কিন্তু সীমান্তবর্তী বলেশ্বর নদীর ওই অংশ পিরোজপুর জেলার অন্তরগত।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরো বলেন, গতকাল মঙ্গলবার মৃতদেহটি নদীর অপর প্রান্ত পিরোজপুর এলাকায় ভাষতে দেখা যায়। মৃতদেহটি এখনও পিরোজপুর জেলার সীমানায় রয়েছে।
পরবর্তী আইনী জটিলতা এড়াতে মৃতদেহটি উদ্ধারে পিরোজপুর সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। মৃতদেহটি উদ্ধারে তারা ঘটনাস্থলের উদ্ধারে রওনা হয়েছেন।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More