বাগেরহাটের চিতলমারীতে সত্যরঞ্জন মল্লিক (৫৫) নামে এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মগে পাঠিয়েছে।
নিহত সত্যরঞ্জন মল্লিক চিতলমারী উপজেলার সন্তােষপুর ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামের প্রয়াত অনন্ত মল্লিকের ছেলে।
চিতলমারী থানার ওসি মো. রেজাউল করিম বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, সকালে পাশ্ববতি এক ঘের মালিক সত্যরঞ্জনের মাছের ঘেরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে সকাল সাড়ে ১০ টার দিকে নিহতের লাশ উদ্ধার করে।
‘নিহতের গলায় এবং পেটে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।’
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি আরও বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে খাবার খেয়ে প্রতিদিনের মত ঘের মালিক সত্যরঞ্জন তার ঘেরের বাসায় ঘুমাতে যান। রাতের কোন এক সময় অজ্ঞাত দুবৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু জনাতে পারেনি পুলিশ।
এদিকে, হত্যার কারণ ও হত্যাকারীদের ধরতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান ওসি রেজাউল করিম।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More