রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার (১৫ ফেব্রুয়ারি) পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন আসছেন।
এদিন দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে করে সুন্দরবনের হিরণপয়েন্ট পৌঁছানোর কথা রয়েছে তার।
রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক বার্তার বরাত দিয়ে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসান বাগেরহাট ইনফো ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
হিরণপয়েন্ট নেমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুন্দরবনের বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।
এদিকে, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে বাগেরহাট ও খুলনার জেলা প্রশাসন এবং সুন্দরবন বন বিভাগ ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।
সুন্দরবন ভ্রমণ শেষে একই দিন (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হেলিকপ্টারে করে পটুয়াখালী যাবেন। সেখানে নব নির্মিত পায়রা সমুদ্র বন্দর ও সাগর কন্যা কুয়াকাটার দর্শনীয় পর্যটন স্পটগুলো পরিদর্শন করবেন।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More