বাগেরহাটের শরণখোলায় ছেলের জন্য বই কিনতে বেরিয়ে ইঞ্জিনচালিত ভ্যানের চাকায় শাড়ীর আচঁল পেচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার খাদা গ্রামের তালকদার বাড়ি সংলগ্ন শরণখোলা-মোড়েলগঞ্জ সড়কের এ দুঘটনা ঘটে।
নিহত কাকতি রানী (৩০) উপজেলার রাজাপুর গ্রামের অমল চন্দ্র বড়ালের স্ত্রী ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিয়া জানান, কাকতি রানী দুপুরে তার ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া ছেলে অমিতাভর জন্য বই কিনতে বাড়ি থেকে বের হন। পরে অটো ভ্যানে করে স্থানীয় রায়েন্দা বাজারে যাবার পথে শাড়ীর আচঁল ভ্যানের চাকার পেচিয়ে যায়।
এসময় কাকতি রানী রাস্তায় পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More