বাগেরহাট সদরে বাসের ধাক্কায় ওমর আলী (৪৪) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মে) সকালে বাগেরহাট জেলা নির্বাচন অফিসের সামনে খুলনা-বাগেরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর আলী বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত (কনস্টেবল নং ৮৯৩) ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান বাগেরহাট ইনফো ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাইসাইকেলে করে জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছিলেন ওমর আলী। এসময় যাত্রীবাহী একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর পৌনে ১২টার দিকে তার মৃত্য হয়।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More