প্রচ্ছদ / খবর / মংলায় চাঁদা দিতে অস্বীকার করায় দোকানিকে মারধর: ভাংচুর ও লুটপাট

মংলায় চাঁদা দিতে অস্বীকার করায় দোকানিকে মারধর: ভাংচুর ও লুটপাট

মংলায় চাঁদা দিতে অস্বীকার প্রকাশ্যে দোকানিকে পিটিয়ে রক্তাক্ত যখম করে ভাংচুর ও  লুটপাট চালাল সন্ত্রাসীরা।

চাঁদা না দেয়ায় দোকানিকে মারধর; ভাংচুর ও লুটপাট।
চাঁদা না দেয়ায় দোকানিকে মারধর; ভাংচুর ও লুটপাট।

বাগেরহাটের মংলা উপজেলায় চাঁদা দিতে অস্বীকার করায় দোলা ইলেকট্রনিক্স নামে একটি দোকান প্রকাশ্যে ভাংচুর ও লুটপাট চালিয়েছে একদল সন্ত্রাসী। এ সময় সন্ত্রাসীরা দোকানিকে  পিটিয়ে রক্তাক্ত যখম করে।

দোকানের মালিক মো. দেলোয়ার হোসেন আমাদের জানান, চাঁদা না দেওয়ায় সোমবার রাত সাড়ে ১০টায় সন্ত্রাসী রবি, জাহিদুল, আইতুল, কাশেমসহ একটি সন্ত্রাসী গ্রুপ হঠাৎ করে দোকানটিতে হামলা চালায়। এ সময় তারা দোকানে থাকা তার ছোট ভাই রবিউলকে মারধর করে এবং দোকানে ভাংচুর চালায়।
তারা দোকান থেকে ১০০টি মোবাইল সেট, ঘড়ি, চশমা এবং ৬ হাজার ৩শ’ টাকা নিয়ে যায়। এ ঘটনায় আহত রবিউলকে মংলা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান ঐ দোকানের মালিক দেলোয়ার।

মংলা থানার উপ-পরিদর্শক হুমায়ন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামীদের ধরার চেষ্টা চলছে।

এ ঘটনায় মংলার বণিক সমিতির এক নেতা জানান, সাধারণ ব্যবসায়ীদের মাঝে এনিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।

About ইনফো ডেস্ক