প্রচ্ছদ / খবর / বাগেরহাটে দুর্গোৎসবে সংস্কৃতিমন্ত্রী

বাগেরহাটে দুর্গোৎসবে সংস্কৃতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

bagerhat-pic-107-10-2016ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাগেরহাটে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

শুক্রবার (০৭ অক্টোবর) বিকেলে জেলার সর্ববৃহৎ শিকদার বাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

৬০১টি প্রতিমা দিয়ে সাজানো মণ্ডপটি ঘুরে মন্ত্রী বলেন, আমি আগে অনেক দুর্গাপূজার মণ্ডপে গিয়েছি। কিন্তু এতো প্রতিমা দেখিনি। এতো বড় উৎসব আয়োজনের জন্য শিকদার বাড়ি পূজা মণ্ডপের আয়োজকদের সাধুবাদ জানান তিনি।

জেলার সর্ববৃহৎ এ দূর্গোৎসবে ষষ্ঠীর সকাল থেকেই নামে দর্শানার্থীদের ঢল। বাগেরহাট ছাড়ারও আশপাশের বিভিন্ন জেলা থেকে এসেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

জেলার সর্ববৃহৎ এ দুর্গা মণ্ডপ ছাড়াও বিকেল থেকে পাড়া-মহল্লাসহ সবগুলো মণ্ডপে ছিলো ভক্ত দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায় জানান, ‘বাগেরহাটে যাকজমকপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। জেলার সব থেকে বেশি প্রতিমা নিয়ে পূজা হচ্ছে শিকদার বাড়িতে। এ পূজা মণ্ডপে রয়েছে ৬০১টি প্রতিমা।’

জেলার ৫৭৭টি মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দূর্গোৎসব উদযাপিত হচ্ছে বলেও জানান তিনি।

বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস জানান, শান্তিপূর্ণভাবে দূর্গোৎসব শেষ করতে আনসার-ভিডিপিসহ বিভিন্ন পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করছে। সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

এইচ/এসআই/বিআই/০৭ অক্টোবর, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ