স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও বাগেরহাট প্রেসক্লাবের সিনিয়র সদস্য এসএম জাকারিয়া মাহমুদ (৬৫) আর নেই।
রোববার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
গত কয়েক বছর ধরে সাংবাদিক এস এম জাকারিয়া মাহমুদ ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। এছাড়া চারমাস আগে তিনি হৃদরোগে আক্রান্ত হন। সেই থেকে তিনি শয্যাশায়ী ছিলেন।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দার জানান, শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শারিরীক অবস্থার অবনতি হলে জাকারিয়া মাহমুদকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে সরুই কবরখানায় তাকে দাফন করা হবে। এর আগে বেলা ১২টায় তার মরদেহ বাগেরহাট প্রেসক্লাবে আনা হবে।
বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকার বাসিন্দা এসএম জাকারিয়া মাহমুদ ১৯৯৩ সালে খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন।
তার মৃত্যুতে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More