স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের মংলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী রিগন মেলা। ধর্মযাজক ফাদার মারিনো রিগনের জন্মদিন উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়।
শনিবার (৪ মার্চ) দুপুরে মংলার শেলাবুনিয়ার ক্যাথলিক গীর্জা চত্বরে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ৫ ফেব্রুয়ারি ছিল রিগনের ৯৩তম জন্মবার্ষিকী।
ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত এ মেলার উদ্বোধন করেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক।
ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, শেলাবুনিয়া ক্যাথলিক গীর্জার সহকারী পুরোহিত লাভলু সরকার, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক ফ্যান্সিস সুদান হালদার, মংলা থানার ওসি শেখ লুৎফর রহমান প্রমুখ।
ফাদার মারিনো রিগন অসংথ্য লালন ও রবীন্দ্রনাথের কবিতা ইতালি ভাষায় অনুবাদ করেছেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০০৮ সালের ৩১ ডিসেম্বর তাঁকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ফাদার মারিনো রিগনের বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোচনা করা হয়।
পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফাদার রিগন শিক্ষা উন্নয়ন বৃত্তি, লক্ষীকান্ত বৃত্তি, সরলা দেবী বৃত্তি, শুকলাল-সুরধনী বৃত্তি, অধ্যক্ষ সুনীল কুমার বৃত্তি’র অর্থ প্রদাণ করা হয়।
এইচ/এসআই/বিআই/০৪ মার্চ, ২০১৭
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More