স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের মোরেলগঞ্জে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে মোরেলগঞ্জ-শরণখোলার পুরাতন সড়কের নোমর মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক মুন্সি (৩৩) মোরেলগঞ্জ উপজেলার ভাইজোড়া গ্রামের কাদের মুন্সির ছেলে। তিনি পেশায় ভ্যান চালক।
দুর্ঘটনায় আহত দুই যুবকের নাম নাঈম ও বাবু। তারা মোটরসাইকেল আরোহী ছিলেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, মোরেলগঞ্জ-শরণখোলার পুরাতন সড়কে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ভ্যান চালন মানিক।
দুর্ঘটনায় আহত দুই মোটরসাইকেল আরোহী গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এজি//এসআই/বিআই/২৩ মে, ২০১৭
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More