প্রচ্ছদ / খবর / লোকালয় থেকে আরো এক অজগর উদ্ধার

লোকালয় থেকে আরো এক অজগর উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

তিন দিনের ব্যবধানে সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি গ্রাম থেকে আবারো একটি অজগর উদ্ধার হয়েছে।

সোমবার (২২ মে) সকালে চালিতাবুনিয়া গ্রামের সেলিম হাওলাদার নামে এক ব্যক্তির মুরগীর ঘর থেকে প্রায় ১০ফুট লম্বা অজগরটি উদ্ধার করে বনবিভাগ।

বিকালে সুন্দরবনের ধানসাগর স্টেশনের ধাবড়ি এলাকায় অজগরটিকে অবমুক্ত করা হয়েছে।

এরআগে, গত শুক্রবার (১৯ মে) সকালে উপজেলার খুড়িয়াখালি গ্রামের একটি বাড়ির গোয়াল ঘর থেকে প্রায় ১৪ ফুল লম্বা একটি অজগর উদ্ধার করা হয়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আনোয়ার হোসেন জানান, সকালে বন সংলগ্ন চালিতাবুনিয়া গ্রামের সেলিম হাওলাদারের বাড়ির হাস-মুরগীর অস্বাভাবিক ডাকাডাকি শুনে মুরগীর খোপের (ঘর) দরজা খুলে অজগরটি দেখতে পান বাড়ির লোকজন। পরে বনবিভাগকে খবর দেওয়া হলে বিশেষজ্ঞ দল অজগরটি উদ্ধার করে সুন্দরবনের গহীণে অবমুক্ত করেছে।

এদিকে, অজগরটি তিনটি হাঁসের বাচ্চা, তিনটি মুরগির তিনটি এবং একটি পূর্ণবয়স্ক হাঁস খেয়ে ফেলেছে বলে দাবি গৃহকর্তা সরোয়ার হোসেন।

হাসান//এসআই/বিআই/২২ মে, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ